বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষিই এই চাঁনপুর ইউনিয়ন এর আর্থ সামাজিক উন্নয়নের মূল অংশ। তাই এই কৃষি ভিত্তিক কার্যক্রম সাধারন মানুষের হাতের নাগালের মধ্যে নেয়ার জন্য ২০০৬সালে ইউনিয়ন এর কমপ্লেক্স ভবনের নীচ তলায় অফিসটি অবস্থিত। আসুন সেবা নিন ভাল থাকুন।
সরাসরি কৃষি বিষয়ক পরামর্শ।
ফসল সম্পর্কিত সকল তথ্য ও পরামর্শ সেবা।
ফসলের রোগ বালাই ও কীটনাশক প্রয়োগ সম্পর্কিত তথ্য।
সঠিকমাত্রায় সার প্রয়োগ সম্পর্কিত পরামর্শ।
নতুন নতুন কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কিত তথ্য।
বিভিন্ন সার ও কীটনাশকের নিকটস্থ প্রাপ্তিস্থান।
কৃষি পণ্য ও উপকরণ সম্পর্কিত বাজারদর।
কৃষি বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ঠিকানা।
বিভিন্ন ফসলের বিস্তারিত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তথ্য।
পরিবেশ বান্ধব উৎপাদন কৌশল সম্পর্কিত পরামর্শ।
অন্যান্য তথ্য যেমন:
সকল শ্রেণীর কৃষকদের সম্প্রসারণ সহায়তা প্রদান
কৃষকদের দক্ষ ও সম্প্রসারণ সেবা দেওয়া
কৃষি বিষয়ক কর্মসূচী বিকেন্দ্রীকরন
চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
সকল শ্রেণীর কৃষকদের সাথে কাজ করা
কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করন
সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা
উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার
সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান
সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদান
কৃষি বাণিজ্যিকী করন
কৃষি তথ্য ও যোগাযোগ পদ্ধতির ব্যবহার
বর্তমানে গুটি ইউরিয়া ব্যবহার বিষয়ক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচী চলমান রয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তার অফিস|চাঁন পুরইউনিয়ন পরিষদ কমপ্রেক্স, উপজেলাঃ- রায়পুরা ,জেলঃ- নরসিংদী। মোছলেম উদ্দিন ০১৭৪৬১৩৫৭০১ ( এরিয়া সদাগরকান্দি), মোঃআব্দুর রহমানঃ-০১৭১৫৫৮৮৩৯৮ (এরিয়া মাঝে্র চর), রাহাল চন্দ্র প্রামানিকঃ-০১৭২৫৫১৮২৮১ (এরিয়া কালিকাপুর)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS