মামলার আবেদন চাঁনপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা করতে হলে । প্রথমে মামলার জন্য বাদী কে বাদী ও বিবাদী উল্লেখ্য করে আবেদন করতে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর। ওই আবেদন ইউনিয়ন পরিষদের জমা দিলে ইউনিয়ন পরিষদ ২ দিনের ভিতর বাদীকে মামলর দিন জানিয়ে দিবে এবং বিবাদীকে নোটিশ জারী করবে এবং নোটিশে মামলার দিন ও তারিখ নির্ধারণ করা হব
নিয়ম কানুনঃ
১। আবেদন পত্রটি লিখিতভাবে দাখিল করতে হবে।
২। যে ইউনিয়ন পরিষদের নিকট আবেদন করা হবে সে ইউনিয়ন পরিষদের নাম ঠিকানা থাকতেহবে। ৩। আবেদনকারী এবং প্রতিবাদীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে। ৪। সাক্ষী থাকলে সাক্ষীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে। ৫। ঘটনা,ঘটনা উদ্ভবের কারণ,ঘটনার সথান ও ইউনিয়ননের নাম,সময়,তারিখ থাকতে হবে। ৬। নালিশ বা দাবির ধরন,মূল্যমান থাকতে হবে। ৭। ক্ষতির পরিমাণ,প্রার্থিত প্রতিকার থাকতে হবে। ৮। পক্ষদ্বয়ের সম্পর্ক উল্লেখ থাকতে হবে। ৯। সাক্ষীদের ভূমিকা থাকতে হবে। ১০। মামলা বিলম্বে দায়ের করা হলে তার কারণ উল্লেখ থাকতে হবে। ১১। আবেদকারীর সাক্ষর থাকতে হবে। ১২। মামলা দায়েরের তারিখ থাকতে হবে। (ধারা ৩)
আবেদন জমার স্থানঃ (১) সচিবের কক্ষে।
কে সমন দেওয়া, ইত্যাদির ক্ষেত্রে গ্রাম আদালতের ক্ষমতা
১১৷ গ্রাম আদালতের অবমাননা
১২৷ জরিমানা আদায়
১৩৷ পদ্ধতি
১৪৷ আইনজীবী নিয়োগ নিষিদ্ধ
১৫৷ সরকারী কর্মচারী, পর্দানশীল বৃদ্ধ মহিলা এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তির পক্ষে প্রতিনিধিত্ব