যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সকল মঅধিকার, মানবসত্ত্বার মর্যাদা, মৌলিক মানবাধিকার ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হইয়াছে; এবং যেহেতু বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সংক্রান্ত জাতিসংঘ সনদ (United Nations Convention on the Rights of the Persons with Disabilities) অনুসমর্থন করিয়াছে এবং যেহেতু প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিত কল্পে এতদ্ সংক্রান্ত বিদ্যমান আইন রহিতক্রমে পুনঃপ্রণয়নের লক্ষ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়ঃ সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:— | |||
সূচী | |||
ধারাসমূহ | |||
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন | |||
২। সংজ্ঞা | |||
৩। প্রতিবন্ধিতার ধরন | |||
৪। অটিজম বা অটিজমস্পেকট্রাম ডিজঅর্ডারস (autism or autism spectrum disorders) | |||
৫। শারীরিক প্রতিবন্ধিতা (physical disability) | |||
৬। মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা (mental illness leading to disability) | |||
৭। দৃষ্টিপ্রতিবন্ধিতা (visual disability) | |||
৮। বাকপ্রতিবন্ধিতা (speech disability) | |||
৯। বুদ্ধিপ্রতিবন্ধিতা (intellectual disability) | |||
১০। শ্রবণপ্রতিবন্ধিতা (hearing disability) | |||
১১। শ্রবণ-দৃষ্টিপ্রতিবন্ধিতা (deaf-blindness) | |||
১২। সেরিব্রাল পালসি (cerebral palsy) | |||
১৩। ডাউন সিনড্রোম (Down syndrome) | |||
১৪। বহুমাত্রিক প্রতিবন্ধিতা (multiple disability) | |||
১৫। অন্যান্য প্রতিবন্ধিতা (other disability) | |||
১৬। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার | |||
১৭। জাতীয় সমন্বয় কমিটি | |||
১৮। জাতীয় সমন্বয় কমিটির দায়িত্ব ও কার্যাবলি | |||
১৯। জাতীয় নির্বাহী কমিটি | |||
২০। জাতীয় নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যাবলি | |||
২১। জেলা কমিটি | |||
২২। জেলা কমিটির দায়িত্ব ও কার্যাবলি | |||
২৩। উপজেলা কমিটি | |||
২৪। শহর কমিটি | |||
২৫। উপজেলা কমিটি বা শহর কমিটির দায়িত্ব ও কার্যাবলি | |||
২৬। মনোনীত সদস্যের যোগ্যতা, অযোগ্যতা, পদত্যাগ, ইত্যাদি | |||
২৭। কমিটির সভা | |||
২৮। উপ-কমিটি | |||
২৯। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্ব | |||
৩০। দায়িত্ব অর্পণ | |||
৩১। প্রতিবন্ধী ব্যক্তির নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান | |||
৩২। গণপরিবহনে আসন সংরক্ষণ, ইত্যাদি | |||
৩৩। শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তির ভর্তি সংক্রান্ত বৈষম্যের প্রতিকার | |||
৩৪। গণস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তির প্রবেশগম্যতা নিশিচতকরণ | |||
৩৫। প্রতিবন্ধিতার কারণে কর্মে নিযুক্ত না করা, ইত্যাদি | |||
৩৬। বৈষম্য নিষিদ্ধকরণ ও ক্ষতিপূরণ প্রদান | |||
৩৭। অপরাধ ও দণ্ড | |||
৩৮। মামলা দায়ের, আমলযোগ্যতা, ইত্যাদি | |||
৩৯। ফৌজদারী কার্যবিধির প্রয়োগ | |||
৪০। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন | |||
৪১। বিধি প্রণয়নের ক্ষমতা | |||
৪২। অস্পষ্টতা দূরীকরণ | |||
৪৩। আইনের ইংরেজি অনুবাদ প্রকাশ | |||
৪৪। রহিতকরণ ও হেফাজত | |||
তফসিল |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস