৮৮ নং ঐতিহ্যবাহী সদাগরকান্দি সরকারী প্রথমিক বিদ্যলয়টি মেঘনা নদীর ও সদাগরকান্দি উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত।৮৮ নং সদাগরকান্দি সরকারী প্রথমিক বিদ্যলয়টি১৯৩৯ ই; সালে প্রতিষ্ঠিত। এই বিদ্যালয় থেকে অনেক ভাল ভাল ছাত্র ছাত্রী পড়াশোনা করেছে । যারা বর্তমানে দেশে বিদেশে বিভিণ্ন স্থানে সুনামের সহিত কাজ করিতেছে।
ঐতিহ্যবাহী ৮৮নং সদাগরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৯ ই; সালে প্রতিষ্ঠিত। এই বিদ্যালয় থেকে অনেক ভালভাল ছাত্র ছাত্রী পড়াশোনা করেছে । যারা বর্তমানে দেশে বিদেশে বিবিণ্ন স্থানে সুনামের সহিত কাজ করিতেছে। বিদ্যলয়টিতে শিক্ষক আছে ৩ জন,প্রেরা শিক্ষক আছে ২জন,টিনশিট ভবন ১টি এবং দ্বিতলা ভবন টি, শ্রেনী কক্ষ ৬টি, অফিস কক্ষ ১টি। জমির পরিমান ৩৩ শতা;শ।
ক্রমিক নং শ্রেনীর নাম ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা মোট-ছাত্র-ছাত্রী সংখ্যা ০১ প্রথম ৭০ জন ৬০ জন ১৩০ জন ০২ দ্বিতীয় ৬০ জন ৭০ জন ১৩০ জন ০৩ তৃ্তীয় ৭৮ জন ৬০ জন ১৩৮ জন ০৪ চুতুর্থ ৫০ জন ৬০ জন ১১০ জন ০৫ পঞ্চম ৪০ জন ৫০ জন ৯০ জন
সভাপতি শাহিদা বেগম
০১৮৭৬১৪১৫৮৭
মোঃ রশিদ
রুহুল আমিন
নাজমা বেগম
খলিল
সন্তুষ্ট জনক
ছাত্র সংখ্যা ১৩৯ জন ছাত্রী ১৪৫ জন
ভাল
ঐতিহ্যবাহী ৮৮নং সদাগরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়টিকে একটি আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে দেখতে চাই।
উপজেলা থেকে সি এন জি/অটোরিক্সা(ভাড়া-১৫)টাকা/রিক্সা(ভাড়া-৩৫)টাকা/ অথবা সি এন জি যোগে পান্থশাল নেমে নৌকা যোগে পাড়াতলী বাজার (ভাড়া-১৫টাকা)নিবে,তার পর কিছু সময় ১০-১৫ মিনিট হেটে যাবেন খেয়াঘাট,খেয়া পাড় হয়ে এসে নামবেন চাঁনপুর ইউনিয়নে প্রথম পা রাখবেন,তার পর পায়ে হেটে ২ কিলোমিটার সময় লাগবে ২০মিনিট থেকে ২৫ মিনিট সদাগরকান্দি বাজারে এল দেখা যাবে ৮৮নং সদাগরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি| মোবাইল নঃ০১৮১৯০৯৭৫১০
কাউছারুল আলম,শাহনেওয়াজ এমরান,ফাতেমা বেগম,বিউটি আক্তার, শাহিনুর আক্তার,
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস